নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

৩ সপ্তাহ আগে
নেত্রকোনার মোহনগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে গোলাপ মিয়া (৩০) নামে এক কৃষক মারা গেছেন।

বৃহস্পতিবার (১ মে) উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গোলাপ মিয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের পাইক মিয়ার ছেলে।

 

আরও পড়ুন: গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপ দুপুরে বাড়ির সামনের জমিতে পরিবারের সদস্যদের নিয়ে ধান কাটছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাত পড়লে গোলাপ মিয়া চিৎকার দিয়ে দৌড়ে জমির একপাশে পড়েন। তখন গোলাপের সঙ্গে থাকা পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক গোলাপকে মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন: কক্সবাজারে বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু

 

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান আরও বলেন, বজ্রপাতের ঘটনায় মৃত্যু হওয়ায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন