নেত্রকোনায় প্রধান ঈদ জামাত হবে মোক্তারপাড়া মাঠে

৩ সপ্তাহ আগে
নেত্রকোনায় ঈদের জামাত নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সবশেষ পরিস্থিতি পরিদর্শন করেছে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যার পরে জেলা শহরের মোক্তারপাড়া ঐতিহাসিক মাঠে প্রধান জামাতের মাঠ পরিদর্শন করেন তারা। সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে।


জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, পৌর শহরে ১৭ টি ঈদগাহ মাঠ প্রস্তুত করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থতি যাতে কোনোভাবেই অবনতি না হয়, সেজন্য সভা সমাবেশ করা হয়েছে। সংশ্লিষ্ট সব সেক্টরের সঙ্গে আলোচনা করে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: মৌলভীবাজারে ঈদ জামাত কখন, কোথায়

একমাস সিয়াম সাধনার পর যেন সবাই নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, সেই প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি। 
 

মাঠে দীর্ঘদিনের পর জেলা বিএনপির আহ্বায়ক পরিদর্শন করে বলেন, ফ্যাসিস্টমুক্ত পরিবেশে প্রথম ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ায় সকলের মধ্যে আনন্দ বিরাজ করছে।

আরও পড়ুন: ৩৫ জেলায় বইছে তাপপ্রবাহ, ঈদের দিন বৃষ্টি হবে?

ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক মো. সাইফুল ইসলাম জানান, জেলা সদরে ১৭টি ঈদগাহ মাঠে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলায় ৫ হাজার ৩১টি মসজিদ থাকলেও এবছর কোনো ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস না থাকায় ঈদগাহ মাঠগুলোতে জামাত অনুষ্ঠিত হবে।
 

পুলিশ সুপার জানিয়েছেন, জেলায় ২২ শতাধিক ঈদগাহ মাঠ প্রস্তুত। পাশাপাশি নেত্রকোনা পৌরসভায় ৮ টি বড় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও জেলার আরও ৪টি পৌরসভায় বড় আকারে মাঠ প্রস্তুত করা হয়। নেয়া হয়েছে তিন স্তরের আইনশৃঙ্খলা নিরাপত্তা। এছাড়াও হাওড়াঞ্চলে বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা। 

]]>
সম্পূর্ণ পড়ুন