নেত্রকোনায় ১৩ রেলস্টেশনের মধ্যে পাঁচটিই বন্ধ

৪ সপ্তাহ আগে
নানা অব্যবস্থাপনায় চলছে নেত্রকোনার রেলস্টেশনগুলো। কোনোটিতে নেই স্টেশন মাস্টার, কোনোটিতে আবার বুকিং সহকারী নেই। ফলে জরাজীর্ণ অবস্থাসহ ও কর্তৃপক্ষের উদাসিনতায় একেবারে বন্ধ রয়েছে পাঁচটি রেলস্টেশন।

জানা গেছে, নেত্রকোনা জেলা গঠন হওয়ার আগেই ব্রিটিশ আমলে কৃষি পরিবহনসহ নিরাপদ চলাচলের জন্য ভাটি অঞ্চল মোহনগঞ্জ পর্যন্ত নির্মাণ হয়েছিল রেলস্টেশনগুলো। তারমধ্যে নেত্রকোনার অংশে ১৩টি স্টেশন পড়েছে।


জেলার ১০ উপজেলার মধ্যে চারটি উপজেলার ভেতর দিয়ে এই রেলরুট। ফলে ২১২ কিলোমিটার রেলরুটের আওতায় মোট ১৩টি স্টেশন রয়েছে। যেগুলোর অনেকগুলোতেই মাস্টার এবং বুকিং সহকারী নেই দীর্ঘদিন ধরে। কোনো কোনো স্টেশনে থামে না ট্রেনও। একেবারে ট্রেন না থামা পাঁচটি স্টেশন হলো মোহনগঞ্জ রুটে বাংলা ও অতিতপুর স্টেশন এবং পূর্বধলার শ্যামগঞ্জ ময়মনসিংহ রুটে চল্লিশা ও হিরনপুর।


এ ছাড়া পূর্বধলা স্টেশন মাস্টার না থাকায় শ্যামগঞ্জ থেকে বাড়তি দায়িত্ব পালন করতে হয়। অন্যদিকে ঠাকুরাকোনা স্টেশনে ট্রেন থামলেও নেই মাস্টার। যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন ট্রেনে চলাচলকারী যাত্রীরা।


আরও পড়ুন: ‘ঢালারচর এক্সপ্রেসের’ ৩ বগি লাইনচ্যুত, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চলাচল বন্ধ


এ দিকে নেত্রকোনা বড় স্টেশনে একটি মাত্র পাবলিক টয়লেট গেল চার বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ফলে যাত্রী সাধারণ ওঠা-নামা করলেও শৌচাগারের অভাবে দুর্ভোগ পোহাতে হয় তাদের। এ ছাড়াও জরাজীর্ণ অবস্থায় রয়েছে অনেকগুলো।


তবে সমস্যার কথা স্বীকার করে নেত্রকোনার বড় স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন ও শ্যামগঞ্জ জংশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান জানান, লোকবল সঙ্কট কেটে গেলে অনেক সমস্যাই কাটবে। তারা ঊর্ধ্বতন বরাবর যোগাযোগ করছেন।


স্টেশন সূত্র জানায়, মোহনগঞ্জ ,অতিথপুর, বারহাট্টা, ঠাকুরাকোনা, বাংলা, কোর্ট,  বড়স্টেশন, চাল্লিশা, হিরনপুর, জালশুকা, জারিয়া, পূর্বধলা ও শ্যামগঞ্জ মোট ১৩ স্টেশনের অতিতপুর, বাংলা, চল্লিশা, হিরনপুর ও জালশুকা মোট ৫টিই বন্ধ।


আরও পড়ুন: দর্শনা আন্তর্জাতিক রেলপথে রাজস্ব নেমেছে অর্ধেকে


রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা নেত্রকোনার মোহনগঞ্জ পর্যন্ত দুটি আন্তঃনগর ও একটি মহুয়া কমিউটার ট্রেন চলাচল করলেও গত বছর থেকে বন্ধ লোকাল ট্রেনটি।


অন্যদিকে ঢাকা-জারিয়া পূর্বধলা রুটে একটি বলাকা কমিউটার ও দুটি লোকাল ট্রেন চলাচল করে।

]]>
সম্পূর্ণ পড়ুন