নীলফামারীতে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, টাকা না পেয়ে নথিপত্র আগুন

৩ সপ্তাহ আগে
গভীর রাতে নিরাপত্তাকর্মীকে মারধর করে সোনালী ব্যাংক নীলফামারীর উত্তরা ইপিজেড উপ-শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের ইনচার্জের চেম্বার, গার্ড ও স্টোররুমসহ মূল্যবান নথি, কম্পিউটার, ফ্যান ও আসবাবপত্র ভস্মীভূত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) রাত দেড়টার দিকে ওই ব্যাংকের ইপিজেড উপ-শাখায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ নীলফামারী সদর থানায় অভিযোগ দায়ের করেছে।


হাসপাতালে চিকিৎসাধীন নিরাপত্তাকর্মী মাসুদ রানা জানান, রাত দেড়টার দিকে নিচে পান খেয়ে এসে আবার ব্যাংকে প্রবেশ করেন তিনি। কিছুক্ষণ পর ব্যাংকের ভেতরে বাথরুমে গিয়ে বের হবার সঙ্গে সঙ্গে আগে থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাত তিনজন দুর্বৃত্ত মারপিট করে তাকে বেঁধে রেখে ব্যাংকের বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। তল্লাশি শেষে হাত-পা বাঁধা অবস্থায় সিঁড়ির নিচে তাকে ফেলে দিয়ে ব্যাংকে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।


আরও পড়ুন: সোনালী ব্যাংকে রেকর্ড ৫৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা


পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।


এ ঘটনায় নীলফামারী সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যাংকের ইনচার্জ আব্দুল মোনায়েম। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ টাকা খোয়া বা পুড়ে যায়নি বলে দাবি ব্যাংক কর্তৃপক্ষের।

]]>
সম্পূর্ণ পড়ুন