রোববার (২২ জুন) সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কাশিনাথ রায় পার্শ্ববর্তী এলাকার কাঙ্গারু বর্মণের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি কচুয়া গ্রামেই বসবাস করছিলেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, ‘দুপুরে কাশিনাথ রায় বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।’
আরও পড়ুন: গোসল করতে গিয়ে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু
একই গ্রামের বাসিন্দা মশিউর রহমান ও মো. বাবলু মিয়া জানান, ‘দুপুরে বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন কাশিনাথ রায়। হঠাৎ বজ্রপাত হলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।’
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ‘আমরা বিষয়টি কিছুটা দেরিতে জেনেছি। তবে ঘটনাটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
]]>