রোববার (১১ মে) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইদুল।
নিহতের স্বজনরা জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার রায়থুরা এলাকায় সড়কের পাশে চায়ের দোকানে চা পান করছিলেন সাইদুল ও সোহেল। এ সময় হঠাৎ দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই চায়ের দোকানে ঢুকে পড়ে।
আরও পড়ুন: মহেশপুরে জোড়া হত্যার জেরে গুলি, যুবক গুলিবিদ্ধ
এতে ওই দুই ব্যক্তি ট্রাকের নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান সাইদুল। নিহত সাইদুল ভাঙারি ব্যবসা করতেন।
মুক্তাগাছা থানার পরিদর্শক (ওসি তদন্ত) রিপন গোপ জানান, এ ঘটনায় চালক ও সহকারীকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
]]>