চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পে ও রুডিগারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে তারা আর্সেনালের বিপক্ষে খেলতে পারবেন, শাস্তি কার্যকর করা হবে এক বছরের মধ্যে। শুক্রবার (৪ এপ্রিল) উয়েফা বিষয়টি নিশ্চিত করেছে।
গত ১৩ মার্চ অ্যাতলেটিকোর বিপক্ষে পেনাল্টি শুটআউটে জিতে প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশ্যে ‘অশালীন’ উদ্যাপন করেন রুডিগার। অভিযোগ ছিল তাকে সঙ্গ দেন বাকি তিনজন। অ্যাতলেটিকো উয়েফাকে এই বিষয়ে তদন্তের জন্য আবেদন করে। উয়েফা গত সপ্তাহে আচরণবিধি ভাঙার অভিযোগে তদন্ত শুরু করেছিল, আজ দিল সিদ্ধান্ত।
আরও পড়ুন: সিটিকে বিদায় জানালেন ডি ব্রুইনা
এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি রুডিগারকে ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। এমবাপ্পেকে শোধ করতে হবে ৩০ হাজার ইউরো। সেবায়োসকে অর্থদণ্ড গুনতে হবে ২০ হাজার ইউরো। উয়েফা ভিনিসিউসের কোনো দোষ খুঁজে পায়নি।
রুডিগার ও এমবাপ্পে আর্সেনালের বিপক্ষে খেলতে না পারলে রিয়াল মাদ্রিদকে বড় বিপদের মুখোমুখিই হতে হতো। দলটির আরেক সেন্টারব্যাক এডার মিলিটাও-ও ইনজুরিতে। ইনজুরিজর্জর হয়ে দলটি ‘বি’ টিম থেকে রাউল অ্যাসেন্সিওকে তুলে আনতে বাধ্য হয়েছে।