বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে আটক ৫ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করেন। পরে দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর জেলা আদালতে পাঠানো হয়।
আসামিরা হলেন, উপজেলা পাটোয়ারীহাট এলাকার শামসুদ্দিন বেপারির ছেলে মান্নান (২৮), একই এলাকার নুর নবীর ছেলে আলাউদ্দিন (১৯), চর ফলকন এলাকার মাইন উদ্দিনের ছেলে কামরুল (২২), ওই এলাকার মিজি বাড়ির আজাদের ছেলে ইসমাইল (১৯) ও ছগির আহাম্মদের ছেলে শাকিব (২০)।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে রেস্টুরেন্ট দখলে নিয়ে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেফতার ৪১
এর আগে বুধবার(২৬ মার্চ) বুধবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার মেঘনা সিনেমা হল এলাকা থেকে পিকআপ ভ্যানসহ তাদের আটক করে পুলিশ।
মামলার বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তহিদুল ইসলাম জানান, গোপনে খবর পেয়ে মাছ ভর্তি একটি পিকআপ গাড়ি ও চালকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। মাছ ক্রয় ও পরিবহনের অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত মাছগুলো নিলামের মাধ্যমে ৬৪ হাজার ৮০০ টাকায় বিক্রি করা হয়েছে। এই টাকা সরকারি কোষাগারে জমা হবে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক গ্রেফতার
পিকআপ গাড়িটি থানা হেফাজতে জব্দ থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ইলিশের প্রজনন মওসুমের (মার্চ-এপ্রিল) এ দুই মাস মেঘনা নদীতে সকল প্রকার মাছ ধরা পরিবহন ও বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এরইমধ্যে একশ্রেণির অসাধু জেলে নদীতে মাছ শিকার করছেন।
]]>