নভেম্বরের মেগা নিলামে ২ কোটি রুপিতে ড্রাফটে নাম দিয়েছিলেন উইলিয়ামসন। কিন্তু কেউ তার প্রতি আগ্রহ দেখায়নি। এর যথেষ্ট কারণও আছে। দিনদিন রানবন্যার টুর্নামেন্টে রূপান্তরিত হতে থাকা আইপিএলের ২০২২ সালের আসরে ১৩ ম্যাচে মাত্র ২১৬ রান করেছিলেন তিনি। স্ট্রাইক রেট কত জানেন? মাত্র ৯৩.৫১।
এর আগের আসরে ১০ ম্যাচে ১১৩.১৯ স্ট্রাইক রেটে করেছিলেন ২৬৬ রান। ২০২৩ আর ২০২৪ সালের আসরে গুজরাট জায়ান্টসের হয়ে তিনি খেলতে পারেন মাত্র ৩ ম্যাচ। সব মিলিয়ে ৭৯ ম্যাচে টুর্নামেন্টে তার রান ২১২৮, স্ট্রাইক রেট ১২৫.৬২। এমন পারফরম্যান্সের পর উইলিয়ামসনকে এবার আর কেউ কেনেনি।
আরও পড়ুন: এবারের আইপিএলে পারিশ্রমিকের পাশাপাশি ম্যাচ ফি'ও পাবেন ক্রিকেটাররা
কোনো দল না কিনলেও উইলিয়ামসন আইপিএলে থাকছেন, থাকছেন ধারাভাষ্যকারের ভূমিকায়। আইপিএলের সময় নিউজ়িল্যান্ডের কোনো গুরুত্বপূর্ণ খেলা নেই। তা দেখেই সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের পক্ষ থেকে উইলিয়ামসনকে ধারাভাষ্যকার হিসাবে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়। উইলিয়ামসন সেই প্রস্তাব গ্রহণ করেছেন।
স্টার স্পোর্টসের ধারাভাষ্য প্যানেলে উইলিয়ামসন সঙ্গ পাবেন সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেইডেন, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, এবি ডি ভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চসহ আরও অনেকের।