নির্বাচনের রোডম্যাপ প্রকাশ আজ

২ সপ্তাহ আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশনার (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রকাশ করা হবে। আর ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অংশীজনদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।


সবশেষ গত ২১ আগস্ট সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে করে ইসি। সরকারের পরিকল্পনা অনুযাযী ফেব্রুয়ারির প্রথমার্ধে  জাতীয় নির্বাচন করার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে। রোডম্যাপে থাকছে ভোটার তালিকা প্রনয়ণ, আরপিও সংশোধন, সীমানা নির্ধারণের মত গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিচ্ছে ইসি। সাধারণত ভোটার তালিকা, নির্বাচনী আইনের সংস্কার, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, সরঞ্জাম কেনাকাটা, প্রশিক্ষণ, মুদ্রণ, আইন শৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভাসহ তফসিলের আগে-পরে প্রস্তুতির তালিকা থাকে দিনক্ষণ রয়েছে রোডম্যাপে।

]]>
সম্পূর্ণ পড়ুন