জুলাই সনদে স্বাক্ষর না করা, শাপলা প্রতীক নিয়ে অনিশ্চয়তা ও নির্বাচনী জোটের নানা সমীকরণ। এসবের মধ্যেও নিজেদের মাঠ গোছাতে ব্যস্ত এনসিপি। সময় সংবাদকে এনসিপির সদস্য সচিব বলেন, দ্রুতই প্রার্থীদের তালিকা প্রকাশ করবে দল। আসনভিত্তিক প্রার্থী তালিকা নির্ধারণে তৈরি করা হয়েছে বিশেষ টিম।
আখতার হোসেন বলেন,
আমাদের নেতাকর্মীরা নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। তারা মনিটর করছেন, এমন অনেক মানুষ আছে, যারা হয়ত এনসিপির রাজনীতির সঙ্গে এখনও যুক্ত হননি কিন্তু তারা সমাজের বিভিন্ন গ্রহণযোগ্য জায়গায় নিজেদেরকে অধিষ্ঠিত করেছেন। সব মিলিয়ে আমাদের একটা টিম প্রার্থিতার বিষয়টি নিয়ে কাজ করছে। খুব শিগগিরিই আমাদের প্রার্থী তালিকা প্রকাশ করবো।
নির্বাচনী জোট গঠনের বিষয়ে তিনি জানান, যে কোনো দলের সঙ্গেই হতে পারে জোট। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এখনই খোলাসা হচ্ছে না কে হচ্ছে এনসিপির জোটমিত্র।
আরও পড়ুন: নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম নিয়ে প্রশ্নের মুখে ইসি
এনসিপির সদস্য সচিব বলেন, ‘সামনের নির্বাচনে জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে দেশের প্রয়োজনে পরিস্থিতে এনসিপিকে যদি জোটে অংশগ্রহণ করতে হয়, এর জন্য এখনও পর্যন্ত আমরা ওপেন রয়েছি। নির্বাচনের সময়টা ঘনীভূত হলে সেই সময়টাতে গিয়েই জোটের বিষয়টাতে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো।’
এদিকে, নতুন কমিশন গঠন করে নির্বাচনের আহ্বান জানিয়ে এনসিপি বলছে, এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নেই।
আরও পড়ুন: বিএনপির মনোনয়ন পেতে চলছে দৌড়ঝাঁপ, কীভাবে হচ্ছে প্রার্থী বাছাই?
এ বিষয়ে আখতার হোসেন বলেন,
নির্বাচন কমিশনের দীর্ঘদিনের কর্মকাণ্ডে দেখা যায় যে, তারা অনেকগুলো জায়গাতেই পক্ষপাতমূলক আচরণ করেছেন। আমরা অনেক আগেই পক্ষপাতমূলক আচরণ যারা করেছেন, সেটি বলেছি। তবে পুরো পক্রিয়াটাতে এখনও তাদের আচরণ শুধরে নেয়ার সুযোগ আছে।
দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের এরই মধ্যে নিজ নিজ এলাকায় দেখা গেছে জনসংযোগ করতে।
]]>
৩ সপ্তাহ আগে
৮







Bengali (BD) ·
English (US) ·