সোমবার (২৪ নভেম্বর) পটুয়াখালীর বানৌজা শের–ই–বাংলা নৌঘাঁটিতে নৌবাহিনীর বি–২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন মোহাম্মদ নাজমুল হাসান।
তিনি বলেন, ‘নির্বাচনে দায়িত্ব পালনে সরকার ও নির্বাচন কমিশনকে বাংলাদেশ নৌবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে।’
আরও পড়ুন: যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের বৈঠক
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের যেকোনো সংকটে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করে এসেছে। নির্বাচনকালীন দায়িত্বেও সেই সমন্বয় বজায় থাকবে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই হবে অগ্রাধিকার।’
২২ সপ্তাহের সামরিক ও পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করে ৪১৭ নবীন নাবিক আজ আনুষ্ঠানিকভাবে বাহিনীতে অন্তর্ভুক্ত হন। সকালে বাদ্যযন্ত্রের তালে অনুষ্ঠিত কুচকাওয়াজে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
তিনি নবীনদের উদ্দেশে পেশাগত সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে কৃতিত্ব দেখানো তিন নবীন নাবিকের হাতে পুরস্কার তুলে দেন নৌবাহিনী প্রধান।
সমাপনী কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণে কৃতিত্ব দেখানো নবীন নাবিকদের মধ্যে রিজান মোল্যা সর্বোচ্চ সামগ্রিক উৎকর্ষতার জন্য ‘নৌপ্রধান পদক’, মো. মারুফ হাসান মুন্না দ্বিতীয় স্থান অর্জন করে ‘কমখুল পদক’ এবং তৃতীয় স্থান অধিকারী মো. হাসান আলী ‘শের–ই–বাংলা পদক’ পান।

২ দিন আগে
১






Bengali (BD) ·
English (US) ·