নির্বাচনে এআই’র অপব্যবহার নিয়ে ইসিকে সহায়তা করবে অস্ট্রেলিয়া

১ সপ্তাহে আগে
আগামী নির্বাচনে এআই প্রযুক্তির অপব্যবহার করে অপতথ্য ছড়ানোর বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করবে অস্ট্রেলিয়ার সরকার।

‎বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এই কথা জানায় বাংলাদেশে সফররত অস্ট্রেলিয়ার ক্ষুদ্র ব্যবসা, আন্তর্জাতিক উন্নয়ন ও বহুসংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যান আলির।

 

বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেছে। সেইসঙ্গে আগামী কোনো সহযোগিতা তারা করতে পারে কি না তা জানতে চেয়েছে।’

 

আরও পড়ুন: অমোচনীয় কালি পাইনি, তাই মার্কার দিয়ে কাজ করা হচ্ছে: ইসি

 

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন এআই-র অপব্যবহার নিয়ে আলোচনা করেছে। প্রতিনিধি দল জানিয়েছে, তাদের দেশের নির্বাচনেও এইআইয়ের অপব্যবহার চ্যালেঞ্জ। সেক্ষেত্রে এই চ্যালেঞ্জ তারা কিভাবে মোকাবিলা করছে, সে বিষয়ে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।’

 

প্রয়োজন হলে সহযোগিতা চাইবে বাংলাদেশের নির্বাচন কমিশন। তবে কীভাবে দেশটি সহযোগিতা করবে কিংবা ইসি সহযোগিতা চাইবে তা এখনো নির্ধারণ হয়নি বলেও জানান ইসি সচিব।

]]>
সম্পূর্ণ পড়ুন