শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়ন বিএনপির এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ২২ গ্রামের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক মহিলা দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জামাইয়ের ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, নির্বাচন নিয়ে নানা টালবাহানা ও ষড়যন্ত্র চলছে। তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণকে ভোটার অধিকার ফিরিয়ে দেয়া হবে।
আরও পড়ুন: স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলেও দোসররা এখনও ঘুরে বেড়াচ্ছে: মুরাদ
তারেক রহমান ঘোষিত আগামী বিএনপি সরকারের কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন ও সাম্য, মানবিক রাষ্ট্র গঠন এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারভাতা, কর্মসংস্থান, বিনামূল্যে চিকিৎসা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য, জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে ।
ধামরাই উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ওবায়দুল্লাহ খানের সভাপতিত্ব ও দেওয়ান সাইদুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য দেন স্থানীয় নেতা এম এ জলিল, খন্দকার আইয়ুব, সাইফুর রহমান খান মিলন, সাবিনা ইয়াসমিন, খন্দকার আবু তাহের মুকুট প্রমুখ।