বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে আওয়ামী লীগের শাসনামলে নিবন্ধন পাওয়া ৯৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করে নির্বাচন কমিশন (ইসি) বলে জানায় সংস্থাটির জনসংযোগ শাখা।
এসব সংস্থার মধ্যে জানিপপ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতো বিতর্কিত সংস্থাও রয়েছে বলে জানায় কমিশনের জনসংযোগ শাখা।
আরও পড়ুন: ৯৬ দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করলো ইসি
এছাড়া দলীয় বিবেচনায় অনেক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণে যোগ্য না হলেও কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন এসব সংস্থাকে নিবন্ধন দেয়।
সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য বিতর্কিত স্থানীয় নির্বাচনকে এসব পর্যবেক্ষক সংস্থা ভালো বলে সার্টিফিকেট দিয়েছিল। পর্যবেক্ষক সংস্থার নীতিমালা সংশোধন করেছে ইসি, দ্রুতই নতুন পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন দেয়া হবে।
]]>