রোববার (২৬ অক্টোবর) সময় সংবাদের সঙ্গে আলাপকালে এমন তথ্যই জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
নির্বাচন ইস্যুতে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েক দফায় কথা হয়েছে। উনি যেহেতু নির্বাচন দেয়ার বিষয়ে বদ্ধ পরিকর, নির্বাচন হবে। ধোঁয়াশার বিষয়টি গুজব। অনেক নতুন দল সরকারে যেতে চায়, অনেক স্বৈরাচারের দোসররা আছে, তারা নির্বাচন নিয়ে গুজব ছড়াচ্ছে। তবে এবারের নির্বাচন টাফ হবে।
এ অবস্থায় প্রার্থী বাছাইয়ে বিএনপি খুব সচেতনভাবে এগোচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রার্থী বাছাইয়ের কার্যক্রম প্রায় শেষ। এখন শুধু ইন্টারভিউটাই বাকি আছে। সেটাও ১-২ দিনের মধ্যে শেষ হয়ে গেলে ঘোষণা দেয়া যাবে। আশা করছি এই মাসের মধ্যেই ঘোষণা দেয়া হবে।
আরও পড়ুন: ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন তারেক রহমান, দেশে ফিরবেন কবে?
দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, তফসিল ঘোষণা হলেই দলের ভাইস চেয়ারম্যান দেশে ফিরবেন। সেটা আগামীকাল হলেও বা এক মাস পরে হলেও। উনি দলকে নেতৃত্ব দিবেন সামনে থেকে।
তবে সৌদি আরব কবে ও কখন যাচ্ছেন বা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
এদিকে দলের ভাইস চেয়ারম্যানকে বরণে দল নয় দেশের আপামর জনগণ অপেক্ষায় আছে উল্লেখ করে তিনি বলেন, দলের প্রস্তুতির চাইতে জনগণের প্রস্তুতি বলা যায়। জনগণ মুখিয়ে আছে, তারেক রহমান কবে দেশে আসবেন। দলের প্রস্তুতি বলতে সারা দেশের মানুষ যেহেতু অপেক্ষায় আছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছাড়া দলের আর প্রস্তুতি নেই।
আরও পড়ুন: চারদিকে অদৃশ্য শক্তি ও ধান্দাবাজ গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত: দুদু
নির্বাচন এবার ‘টাফ’ হবে জানিয়ে বিএনপির এ সিনিয়র নেতা আরও বলেন, দীর্ঘদিনের বিরোধী শক্তি আওয়ামী লীগ আমাদের পড়া ছিল। কিন্তু এখন যারা আছে, তারা আমাদের জানাশোনা না। ডাকসু, চাকসু, রাকসু নির্বাচন দেখেই বোঝা যাচ্ছে এবার নির্বাচন টাফ হবে। অনেকেই তো ১৭ বছর ছদ্মবেশে লুকিয়ে রাজনৈতিক ফায়দা নিয়েছে। আমরা তো ওপেনলি রাজনীতি করে এসেছি। তাই আমাদের সেই জায়গাটায় গিয়ে নির্বাচনকে ডিল করা কঠিন হবে।
]]>

৩ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·