নির্বাচন চাইলেই কিছু উপদেষ্টার গায়ে জ্বালা শুরু হয়: আমিনুল হক

৩ সপ্তাহ আগে
গত ছয় মাসে বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে স্থিতিশীলতা আনতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

শনিবার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর ১০০ ফিটের বেরাইদ এলাকার দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

 

তিনি বলেন, দেশের পরিস্থিতি ও সংকট মোকাবিলায় নির্বাচনের কথা বলা হচ্ছে। তবে বিএনপির পক্ষ থেকে যখনই দ্রুত নির্বাচনে কথা বলা হয়, তখন কিছু উপদেষ্টার গায়ে জ্বালা শুরু হয়ে যায়। তারা নির্বাচন চায় না, চায় সংস্কার। বিএনপি আড়াই বছর আগে সংস্কার প্রস্তাব দিয়েছে, আপনারা তো (এনসিপি/উপদেষ্টা) ৫ তারিখের পর সংস্কার চেয়েছেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনের সাথে সংস্কারের সম্পর্ক নেই।

 

আমিনুল হক আরও বলেন, প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান বলছেন ডিসেম্বরে নির্বাচন। সেই সঙ্গে বিএনপিও বলছে দ্রুত নির্বাচন দিতে হবে।

 

তিনি আরও বলেন, নির্যাতিত বেশি হয়েছে বিএনপি নেতাকর্মীরা, তারাই বেশি বিচার চায় হাসিনার৷ স্বৈরাচার শেখ হাসিনার বিচার ও ফাঁসি চায় বিএনপি। 

 

আরও পড়ুন: দেশ ও জনগণের স্বার্থে রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের 

]]>
সম্পূর্ণ পড়ুন