নির্বাচন অবশ্যই হতে হবে, তবে চাই বিচার ও সংস্কার: হাসনাত আবদুল্লাহ

১ সপ্তাহে আগে
বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী এবং দেশের ইতিহাস-ঐতিহ্যকে ধারণকারীরাই প্রকৃত দেশপ্রেমিক বলে মন্তব্য করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, নির্বাচন অবশ্যই হতে হবে, তবে তার আগে বিচার ও সংস্কার প্রয়োজন।

শুক্রবার (৪ জুলাই) জুম্মার নামাজ শেষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশে থেকে যারা অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারা দেশের স্বার্থে কাজ করছে না। আমরা সেই সব মানুষকে বিশ্বাস করি যারা এ দেশের স্বাধীনতা, ইতিহাস এবং সার্বভৌমত্বকে সম্মান করে।’


তিনি বলেন, ‘এনসিপি দেশের প্রতিটি অঞ্চলে পথসভা করছে বিচার ও রাজনৈতিক সংস্কারের দাবিতে। আমাদের দাবি খুব স্পষ্ট— নির্বাচনের আগে বিচার ও কাঠামোগত সংস্কার চাই। যেন একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের উত্তরণ সম্ভব হয়।’


আরও পড়ুন: ভোটের মতো সংস্কার ও বিচারের নির্দিষ্ট টাইমলাইন চাই: হাসনাত


তবে সংবাদ সম্মেলনের সময় হঠাৎ কিছু সাংবাদিকের সঙ্গে কথাকাটাকাটি হওয়ায় নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করে এনসিপির কেন্দ্রীয় নেতারা পীরগঞ্জ উপজেলার পথসভায় যোগ দেন।


এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন