গত ১৪ ডিসেম্বর প্রিমিয়ার লিগের ম্যাচে ইপসটাউনের মুখোমুখি হয়েছিল কুনহার উলভারহ্যাম্পটন। ম্যাচটি ২-১ ব্যবধানে হেরে যায় তারা। ম্যাচশেষে তর্কাতর্কির এক পর্যায়ে দুদলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে যায়। সেখানে নিরাপত্তারক্ষীরা পরিবেশ শান্ত করার চেষ্টা করেন।
ওই মুহূর্তে রেগে গিয়ে এক নিরাপত্তারক্ষীকে কনুই দিয়ে আঘাত করেন কুনহা। এরপর ওই নিরাপত্তারক্ষীর পরনে থাকা চশমাও খুলে নেন। পরে অন্যরা এসে তাকে সরিয়ে নেন।
বিষয়টি ভালোভাবে নেয়নি এফএ। তদন্ত শেষে তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়ার পাশাপাশি এক লাখ ডলার জরিমানা করা হয়েছে।
এক বিবৃতিতে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তার শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন: সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস
ফলে নিজেদের তারকা ফরোয়ার্ডকে পরবর্তী লিগ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে এবং ব্রিস্টল সিটির বিপক্ষে এফএ কাপের ম্যাচে পাবে না উলভার।
চলতি মৌসুমে মাঠের সময়টা দারুণ-ই কাটছিল কুনহার। প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচে ১০ গোলের পাশাপাশি ৪ অ্যাসিস্ট করেছেন তিনি। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ইতোমধ্যে দলে ভেড়াতে আর্সেনাল, টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় দলগুলো আগ্রহ প্রকাশ করেছে। তবে মাঝপথে এ ধাক্কা তাকে কিছুটা পিছিয়ে দেবে।
আরও পড়ুন: বড় ক্লাবের মালিক হতে চান রোনালদো
]]>