সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার কাদিপুর-লোকনাথপুর সড়কের কাদিপুর প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: উপজেলার লোকনাথপুর গ্রামের এনামুল হকের ছেলে সেলিম (১৭) ও একই গ্রামের তারিখের ছেলে তানজিল (১৮)।
আরও পড়ুন: আখাউড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত
স্থানীয়রা জানান, বিকেলে দুই বন্ধু দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রাম থেকে মোটরসাইকেলে কাদিপুরের দিকে যাচ্ছিলেন। দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেল আরোহী সেলিম সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় তানজিলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষক নিহত
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, দুজনের মৃত্যুর খবর পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে। সুরতহাল শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
]]>

২ দিন আগে
১






Bengali (BD) ·
English (US) ·