মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ ঘরের ওয়ারড্রবের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তানিয়া যৌনপল্লির সরোয়ার মণ্ডলের বাড়ির ভাড়াটিয়া। তার বাড়ি বরিশালের রায়পুরা গ্রামে।
যৌনপল্লির কয়েকজন যৌনকর্মী জানান, তানিয়ার সঙ্গে সকাল ৭টার দিকে তাদের কথা হয়। কিন্তু ঘরের দরজা খোলা থাকলেও সারা দিন তানিয়াকে দেখতে না পেয়ে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন তারা। পরে তার বাড়ির মালিক সরোয়ার মণ্ডলকে খবর দিলে তিনি এসে তানিয়াকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তানিয়ার ঘরের ওয়ারড্রবের তালা ভাঙা হয়। তাতে তার মরদেহ পাওয়া যায়। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে রাস্তায় পড়ে ছিল মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গলায় মোবাইলের চার্জারের তার পেঁচিয়ে তানিয়াকে হত্যার পর মরদেহটি ঘরের ওয়ারড্রবের মধ্যে লুকিয়ে রাখা হয়।
মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একইসঙ্গে হত্যার কারণ উদ্ঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।