নিখোঁজের পাঁচদিন পর হলে ফিরলেন সহ-সমন্বয়ক খালেদ

২ সপ্তাহ আগে
পাঁচদিন নিখোঁজ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের হলে ফিরে এসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের খালেদ হাসান।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ। তিনি জানান, খালেদ হাসান রাত সাড়ে ১১টায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রবেশ করেন। হলের শিক্ষার্থীরা তাকে তার কক্ষে নিয়ে যান। 

 

তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা। তবে গত কয়েকদিন তিনি কোথায় বা কার সাথে ছিলেন তা এখনও জানা যায়নি। গত শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তার সহপাঠীরা। পরিবারের সঙ্গেও তার যোগাযোগ নেই বলে জানান তারা। 

]]>
সম্পূর্ণ পড়ুন