উইলিয়ামসনকে ফিরিয়ে তিন টেস্টের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। শেষ টেস্ট ইনিংসটিতে তিনি করেছিলেন ১৫৬ রান। দীর্ঘদিন পর ফেরাটা কেমন হয়, সেটাই দেখার পালা।
ব্লেয়ার তিকনার ফিরেছেন প্রায় আড়াই বছরেরও বেশি সময় পর। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অভিষেক হওয়া এই পেসার শেষ টেস্টটি খেলেছিলেন ওই বছরের মার্চে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেকে ৯ উইকেট শিকার করেছিলেন জ্যাক ফকস। যা কিউইদের মধ্যে অভিষেকে সেরা ম্যাচ ফিগার। ফকস ১৪ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন, তার সঙ্গে জিম্বাবুয়ে সিরিজে অভিষেক হয়েছিল জ্যাকব ডাফির। তিনিও রয়েছেন ১৪ সদস্যের দলে।
আরও পড়ুন: ক্যারিয়ার সর্বোচ্চ রান করেও ইয়ানসেনের বিষণ্নতা
ওয়ানডে সিরিজে চোটে পড়েছিলেন ফরম্যাটটির এক নম্বর ব্যাটার ড্যারেল মিচেল। কুঁচকির চোট কাটিয়ে টেস্ট সিরিজের দলে তিনিও জায়গা করে নিয়েছেন। ফিটনেস নিয়ে কাজ করতে থাকা কাইল জেমিসন ও গ্লেন ফিলিপস বাদ পড়েছেন।
লিঙ্কনে ৩ দিনের একটি গা গরমের ম্যাচ শেষে টেস্ট সিরিজ শুরু হবে ২ ডিসেম্বর থেকে। ১০ ডিসেম্বর দ্বিতীয় ও ১৮ ডিসেম্বর হবে তৃতীয় ম্যাচ।
প্রথম টেস্টের জন্য নিউজিল্যান্ডের দল
টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার তিকনার, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।
]]>
৩ দিন আগে
৪






Bengali (BD) ·
English (US) ·