নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যতিক্রমী দল ঘোষণার ধারা বজায় রাখল

৩ সপ্তাহ আগে
একেকটা বৈশ্বিক টুর্নামেন্টে ব্যতিক্রমভাবে দল ঘোষণার সুযোগটা হাতছাড়া করতে চায় না নিউজিল্যান্ড। ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল ঘোষণার পদ্ধতিতে চমক দেয় কিউইরা। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই ধারা বজায় থাকল।

সাধারণত অন্য দলগুলোর নির্বাচকরা দল ঘোষণা করে থাকেন, কিংবা তা হয় বিজ্ঞপ্তির মাধ্যমে। কিন্তু ভারত বিশ্বকাপে ক্রিকেটারদের স্ত্রী-সন্তানরা নিউজিল্যান্ডের বিশ্বকাপের দল ঘোষণা করেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছিল দুই ‍খুদে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সদস্যদের নাম জানালেন সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার।


আরও পড়ুন: তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে বিসিবির বার্তা


নিউজিল্যান্ডের স্কোয়াডে জায়গা হয়নি পাওয়ার প্লের অন্যতম সেরা বোলার ট্রেন্ট বোল্টের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে গুরুত্ব দিয়ে ২০২২ সালে দেশটির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যান তিনি। বাদ পড়েছেন ফিন অ্যালেনও।

নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দল

 

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারেল মিচেল, উইলিয়াম ও’রোরকে, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।


একটি স্টেডিয়ামের গ্যালারিতে ক্যামেরা তাক করা, মিচেল স্যান্টনার এসে বসলেন। এরপর জানালেন কারা যাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারেল মিচেল, উইলিয়াম ও’রোরকে, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং কিউই বহরের সদস্য। স্যান্টনার তো আছেনই।


আরও পড়ুন: দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন মোহাম্মদ শামি


নিউজিল্যান্ডের এই দলটি পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলবে। ৮ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই সিরিজে খেলতে পারবেন না লকি ফার্গুসন। তার বদলে স্ট্যান্টবাই হিসেবে নেয়া হয়েছে জ্যাকব ডাফিকে। সবগুলো ম্যাচে নিউজিল্যান্ড পাবে না কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়েকেও। এই সময়ে তারা এসএ২০তে ব্যস্ত থাকবেন।


চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি, পর্দা নামবে ৯ মার্চ।

]]>
সম্পূর্ণ পড়ুন