ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (৫ মে) থেকে শুরু হতে যাচ্ছে মেট গালা।
তাই মেট গালায় অংশ নিতে রোববার (৪ মে) নিউইয়র্ক বিমানবন্দরে দেখা গেছে শাহরুখকে। এ সময় সাদা টি-শার্ট, ধূসর জ্যাকেট ও চোখে সানগ্লাস পরেছিলেন তিনি।
এ ইভেন্টে ভারতীয় অভিনেত্রীরা অনেক আগে থেকেই নিজেদের দ্যুতি ছড়িয়েছেন। তবে এবারই প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্বের বড় ফ্যাশনযজ্ঞ মেট গালায় অংশ নিচ্ছেন শাহরুখ।
আরও পড়ুন: কাঁদলেন ইরফান পুত্র, এরপরই মুছে দেন আইডি!
নিউইয়র্কের আইকনিক মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আয়োজিত মেট গালায় অংশ নেয়ার মাধ্যমে বলিউড ইতিহাসে নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছেন আন্তর্জাতিকমানের এ অভিনেতা।
আরও পড়ুন: এক সিনেমায় দেখা যাবে শাহরুখ-আল্লুকে?
গুঞ্জন চলছে, মেট গালার রেড কার্পেটে ভারতের বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে হাঁটবেন শাহরুখ খান।
]]>