নিউইয়র্কে মেয়র নির্বাচনে আগাম ভোটগ্রহণ শুরু

৩ সপ্তাহ আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম আলোচিত ও গুরুত্বপূর্ণ নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৫ অক্টোবর) শুরু হওয়া এই লড়াইয়ে সশরীরে ভোটকেন্দ্রে উপস্থিতি ভোট দিচ্ছেন শহরের নাগরিকরা।

এই নির্বাচনে ভোটাররা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি, রিপাবলিকান কারটিস স্লিওয়া এবং স্বতন্ত্র প্রার্থী নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর মধ্যে যেকোনো একজনকে মেয়র হিসেবে বেছে নেবেন।

 

বর্তমান মেয়র এরিক অ্যাডামসও প্রার্থী তালিকায় ছিলেন। তবে গত মাসে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান এবং কুওমোকে সমর্থন দেন।

 

জরিপ বলছে, জোহরান মামদানি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন। রোববার (২৬ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন মতে, সমাজতান্ত্রিক হিসেবে পরিচিত মামদানি উদারপন্থী ও তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।

 

মাত্র ৩৩ বছর বয়সি এই রাজনীতিক নিউইয়র্কের প্রায় ১০ লাখ ভাড়া-নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টে বসবাসকারীদের জন্য সর্বজনীন ও বিনামূল্যে শিশুসেবা, বিনামূল্যে বাস পরিষেবা এবং ভাড়া স্থগিতকরণ–এর মতো প্রস্তাব দিয়েছেন, যা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া জাগিয়েছে।

 

আরও পড়ুন: নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকি জোহরান মামদানির

 

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র প্রার্থী মামদানি শুরু থেকেই বর্ণবাদ, জাতিগত ও মুসলিমবিদ্বেষের শিকার হয়েছেন। এ বিষয়ে গত শুক্রবার এক আবেগঘন বক্তৃতায় মামদানি বলেন, মুসলিম পরিচয়ের কারণে তাকে আক্রমণ করা হয়েছে। 

 

তার কথায়, ‘নিউইয়র্কে মুসলিম হওয়া মানেই অসম্মানের মুখে পড়া। কিন্তু অসম্মান আমাদের আলাদা করে তোলে না। অনেক নিউইয়র্কবাসী আছেন যারা এমন অসম্মানের মুখোমুখি হন। সেই অসম্মানের বিরুদ্ধে সহনশীলতাই এর মোকাবিলার উপায়।’

 

কুওমো নির্বাচনী প্রচারণায় ইসরাইলবিরোধী অবস্থান নেয়ার অভিযোগে মামদানিকে কঠোর সমালোচনা করেছেন। মামদানি গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে মানবিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন এবং এটিকে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর পর্যবেক্ষণের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে দাবি করেছেন।

 

চলতি বছরের জুন মাসে অনুষ্ঠিত ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানি কুওমোকে বিপুল ব্যবধানে পরাজিত করেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় তিনি এখন মূল নির্বাচনে শক্ত অবস্থানে রয়েছেন।

 

আরও পড়ুন: হুতিরা ইরান-সমর্থিত হলে আইডিএফ মার্কিন-সমর্থিত নয় কেন, প্রশ্ন মামদানির

 

কুওমো, যিনি ২০২১ সালে যৌন হয়রানির অভিযোগের পর গভর্নর পদ থেকে পদত্যাগ করেন, নিজেকে অভিজ্ঞ প্রশাসক হিসেবে তুলে ধরার চেষ্টা করেন এবং আর্থিক শৃঙ্খলার বার্তা দিয়ে ভোটারদের কাছে আবেদন জানান।

 

নিউইয়র্কে ২০১৯ সাল থেকে আগাম ভোটদান চালু রয়েছে এবং এটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। গত জুনের মেয়র প্রাইমারিতে শহরের প্রচারণা অর্থ বোর্ডের তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ শতাংশ ভোট আগাম ও সরাসরি ভোটকেন্দ্রে প্রদান করা হয়েছিল।

]]>
সম্পূর্ণ পড়ুন