সোমবার (৩ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এক বিবৃতিতে নিন্দা জানান।
বিবৃতিতে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, একটি রাজনৈতিক দলের জনৈক নেতা জুলাই যোদ্ধা ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।’
আরও পড়ুন: ‘বিকৃত ছবি ও অশালীন তথ্য’ ছড়ানোয় ঢাবি শিক্ষক মোনামীর মামলা
তিনি আরও বলেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করার কারণে জুলাই যোদ্ধা নাসীরুদ্দীন পাটওয়ারীকে জাতি শ্রদ্ধা ও সম্মান জানায়। তার বিরুদ্ধে মামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। যারা বিরোচিত ভূমিকা পালন করে দেশকে স্বৈরশাসনের কবল থেকে উদ্ধার করেছেন, তাদের বিরুদ্ধে মামলা করায় আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
জামায়াতে ইসলামীর এই নেতা অবিলম্বে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
প্রসঙ্গত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগ তুলে যুবদল নেতা কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করেন।

৩ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·