নাসির খানের পরিবারের ঈদ আনন্দ শেষ এক নিমিষেই!

৩ সপ্তাহ আগে
ঈদ উদযাপনের সব আয়োজন শেষ করেছিলেন নাসির খান। পরিবারের সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে শুক্রবার (২৮ মার্চ) রাতে ঢাকা থেকে ফিরেছেন বড় ছেলে শুভ। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা সব আনন্দ শেষ করে দিয়েছে।

 পিরোজপুরর মঠবাড়িয়া উপজেলার এ হতভাগ্য বাবার ঈদ আনন্দ ভেসে গেল শোকের বন্যায়। সড়ক দুর্ঘটনায় তার তিন ছেলের মর্মান্তিক মৃত্যুতে এখন তিনি দিশেহারা। 


মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা গ্রামের নাসির খানের তিন ছেলে নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮) শনিবার সকালে বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।


নিহতদের বাবা নাসির খান জানান, তার বড় ছেলে নাঈমুজ্জামান শুভ শুক্রবার ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়িতে আসেন। শুভর মামাতো ভাই তার বাড়ির (বরগুনা) জন্য কিছু কেনাকাটা করে শুভ’র কাছে দেয় সেগুলো বাড়িতে পৌঁছে দিতে। শুভ শনিবার সকালে তার অন্য দু’ভাইকে সাথে নিয়ে একটি মোটরবাইকে মঠবাড়িয়া থেকে পাথরঘাটায় যাচ্ছিল। পথে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: পথেই মৃত্যু: আত্মীয়ের বাড়িতে ঈদের পোশাক দিতে যাচ্ছিলেন তিন ভাই

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা থেকে রাজিব পরিবহন নামের একটি বাস বেপরোয়া গতিতে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। মঠবাড়িয়া থেকে মোটরবাইকে করে তিনজন বরগুনার দিকে যাচ্ছিল। পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা এলাকায় বাইকটিকে চাপায় দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই তিন ভাইয়ের মৃত্যু হয়। ঘাতক বাসটি আটক করা সম্ভব হলেও চালক এবং হেলপারকে আটক করা সম্ভব হয়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন