সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী নার্সিং ইন্সটিটিউটের সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) পটুয়াখালী জেলা শাখা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, তিন বছর পড়াশোনা ও এক বছরের ইন্টার্নশিপ করেও আমাদের ডিগ্রিকে স্নাতক সমমান দেওয়া হচ্ছে না। এটা অন্যায় ও বৈষম্যমূলক। আমরা দ্রুত এই অবমূল্যায়নের অবসান চাই।
গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজিম, শফিকুল ইসলাম, মাসুম, ইমরান হোসেন, শাইফুল এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারির ছাত্রী সাদিয়া বেগম, লাইজু আক্তার, মেহেরীন মীম, মরিয়ম জাহান ও আফরিন জাহান তিথী এই কর্মসূচিতে অংশ নেন।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের বিক্ষোভ
আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।