নারীদের সরাসরি নির্বাচনের বিরোধিতাকারীদের প্রত্যাখানের আহ্বান এনসিপি নেতার

৩ সপ্তাহ আগে
নারীদের জন্য ১০০ আসনে সরাসরি নির্বাচন নিশ্চিত করার পক্ষে মত দিয়ে, এ বিষয়ে বিরোধিতা করা রাজনৈতিক নেতাদের আগামী জাতীয় নির্বাচনে প্রত্যাখানের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই স্মৃতি হলে’ এনসিপি আয়োজিত ‘রাজনীতি এবং নাগরিক হিসেবে নারী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

বিএনপি নেতাদের প্রতি ইঙ্গিত করে সারোয়ার তুষার বলেন, ‘সংবিধান পরিবর্তনের জন্য গণপরিষদ প্রয়োজন—এটা সবাই বোঝে, শুধু কিছু বর্ষীয়ান রাজনীতিবিদ বোঝেন না। কারণ সংবিধান পরিবর্তন হলে তাদের খেলা খতম হয়ে যাবে। অথচ তারা অতীতে তিনবার সংবিধান সংশোধন করেছেন কেবলমাত্র একজন ব্যক্তিকে সুবিধা দিতে।’

 

তিনি আরও বলেন, ‘ষষ্ঠ সংশোধনীতে আব্দুস সাত্তারকে উপ-রাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি বানানোর জন্য সংবিধান পরিবর্তন করা হয়। একাদশ সংশোধনীতে সাহাবউদ্দিন সাহেবকে প্রধান উপদেষ্টা থেকে প্রধান বিচারপতি বানানো হয়। আর চতুর্দশ সংশোধনীতে বিচারপতি কে এম হাসানকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য সংবিধান বদলানো হয়। এই চতুর্দশ সংশোধনীর ফলেই আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় আছে।’

 

আরও পড়ুন: জুলাই বিপ্লবকে তাচ্ছিল্য করার কারণ জানালেন হাসনাত

 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন। তিনি বলেন, ‘২০২৪ সালের আন্দোলনে নারীদের অংশগ্রহণ দেশে পট পরিবর্তনে ভূমিকা রেখেছে, যা অনেক রাজনৈতিক দল এখনো উপলব্ধি করতে পারছে না।’

 

সভায় আরও বক্তব্য রাখেন তাসনুভা জেরিন ও উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদ।

]]>
সম্পূর্ণ পড়ুন