‘এমপাওয়ার হার’ নামের এক প্রকল্পে শুরু করেছে ফিফা। অনুষ্ঠানে অংশ নেন ঋতুপর্ণা-আফঈদারা। অনুষ্ঠানে ফিফার এশিয়ান অঞ্চলের নারী ফুটবলে উন্নয়ন বিষয়ক প্রধান সাইমন এন্থনি সোমবার (১০ নভেম্বর) এক অনুষ্ঠানে জানান, ২০২৫-২৮ এই তিন বছরের চক্রে কিছু লক্ষ্য নির্ধারণ করেছেন তারা। সংস্থাটির লক্ষ্যের মধ্যে আছে সারা বিশ্ব জুড়ে ৬ কোটি নারীর ফুটবলে অংশগ্রহণ নিশ্চিত করা এবং নারী কোচের সংখ্যা বৃদ্ধি।
আরও পড়ুন: দেশে এসেই ভারত ম্যাচ নিয়ে আশার বাণী শোনালেন হামজা
তিনি জানান, ‘আমরা একটা জরিপ করেছি, সেখানে দেখা গেছে নারী-পুরুষ লিগ মিলিয়ে নারী কোচের সংখ্যা মাত্র ২২ শতাংশ। আমরা এই চার বছরে অনেক নারী কোচ বাড়াতে চাই। এশিয়ার প্রধান হিসেবে আমি প্রতি দেশেই নারী ফুটবল নিয়ে ভ্রমণ করি। বাংলাদেশ নারী ফুটবলে সাম্প্রতিক সময়ে অনেক সাফল্য অর্জন করেছে। এজন্য আমি নিজে এসে ফুটবল সংশ্লিষ্ট সবার সামনে নারী ফুটবলের ফিফার লক্ষ্য জানালাম, যেন বাফুফের সঙ্গে মিলে নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারি।’
ফিফার এমন উদ্যোগ ইতিবাচকভাবেই নিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। ক্লাবের সংখ্যা বাড়ানো, মেয়েদের লিগ নিয়মিত করার উপরেই বেশি জোর দিয়েছেন দেশের ফুটবলের এই অভিভাবক।
আরও পড়ুন: কঠিন গ্রুপে বাংলাদেশ, জিতলেই মিলতে পারে বিশ্বকাপের টিকিট
‘নারী ফুটবলে আমাদের ক্লাব সংখ্যা কম। নারীদের ঘরোয়া লিগ বাড়ানো, তাদের আরও সুযোগ-সুবিধা বৃদ্ধি করার চেষ্টা করব। ফিফা আমাদের ট্যাকনিক্যাল ও আর্থিকভাবে সহায়তা করবে।’
‘আমরা শুধু নারী ফুটবলারদের খেলার মান উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেই সীমাবদ্ধ থাকব না। নারী হিসেবে তাদের সমাজের নানা প্রতিবন্ধকতার সময় তাদের পাশে দাঁড়াব। অনেক সময় নারী হিসেবে সাইবার বুলিংয়ের শিকার হয়। আমরা সেক্ষেত্রে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব।’
]]>
২ সপ্তাহ আগে
৫






Bengali (BD) ·
English (US) ·