বুধবার (২২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে তাদের হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত আসামিদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।
এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর থানার ইসলামপুর এলাকা থেকে পলাতক দুই আসামিকে গ্রেফতার করে পিবিআই।
মামলার বিবরণে জানা যায়, চলতি মাসের ৫ অক্টোবর রাতে আড়াইহাজার উপজেলার মারুয়াদি এলাকায় এমরান নামে এক ব্যক্তি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় জনতা তাকে আটক করে। এ সময় সহযোগী সন্ত্রাসীরা এসে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় ব্রাহ্মন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমন, তার বড় ভাই ফয়সাল ও বাবা সিরাজ মিয়াসহ স্থানীয় কয়েকজন বাধা দেন। এতে সন্ত্রাসীরা রামদা, চাপাতি, ছুরি ও হকিস্টিকসহ ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা ইমনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে শিশু গৃহকর্মীকে ধর্ষণ, ট্রাফিক পুলিশ সদস্য গ্রেফতার
পরে আশঙ্কাজনক অবস্থায় ইমনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ অক্টোবর সকালে তার মৃত্যু হয়।
পিবিআই জেলা পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বলেন, ‘ঘটনার পর নিহত ইমনের বাবা সিরাজ মিয়া বাদী হয়ে ১০ অক্টোবর আড়াইহাজার থানায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর আসামিরা বিভিন্ন স্থানে আত্মগোপন করে। এরপর পিবিআই আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত ও অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে খাগড়াছড়ি সদর থানার ইসলামপুর এলাকা থেকে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইমন হত্যা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।’
তিনি আরও জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
]]>
৪ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·