শনিবার (২২ মার্চ) দিনগত রাত পৌনে ৩টার দিকে কোতোয়ালেরবাগ এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনের পাশের সড়কে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, রিকশাচালক ইসহাক মিজি (৪৫) চাঁদপুর জেলার মতলব থানার নায়েরগাঁও ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে ফতুল্লার পশ্চিম সস্তাপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
আরও পড়ুন: সিলেটে সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার
এ ঘটনায় গ্রেফতার সোহরাব হাওলাদার (৪০) পটুয়াখালীর রাঙ্গাবালী থানার বাহেরচর গ্রামের প্রয়াত আতাহার হাওলাদারের ছেলে। ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। দুপুরে নিহতের ছেলে রাসেল মিজি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অভিযুক্ত সোহরাবের নাম উল্লেখসহ আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি সোহরাবকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ফতুল্লা মডেল থানা ওসি শরীফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৩টার দিকে চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে রক্তাক্ত অবস্থায় ইসহাক মিজিকে ব্যাটারিচালিত অটোরিকশার সিটে দেখতে পান স্থানীয়রা। এ সময় তারা কয়েকজন ব্যক্তিকে দৌড়ে পালাতে দেখে ধাওয়া দেন। তখন স্থানীয়রা সোহরাব নামে একজনকে হাতেনাতে ধরলেও অন্যরা ডোবার পানিতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। পরে আটক সোহরাবকে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: বগুড়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত পলাতক
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ‘রিকশা কিংবা টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে গলা কেটে চালককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছি। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’