নারায়ণগঞ্জে চাঁদা না দেয়ায় হামলা-ভাঙচুর ও লুটের অভিযোগ ব্যবসায়ীর

২ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের সোনরগাঁওয়ে দাবিকৃত চাঁদা না দেয়ায় নির্মাণাধীন একটি শিল্প প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালিয়ে স্থাপনা ভাঙচুর করে কোটি টাকার মালামাল লুটপাট করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে না পারায় নানাভাবে হুমকির শিকার হচ্ছেন ভুক্তভোগী ব্যবসায়ী আনোয়ার হোসেন।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরীর চাষাঢ়ায় সংবাদ সম্মেলন করে হামলাকারীদের গ্রেফতার ও ন্যায়বিচার দাবি করেন তিনি।

আরও পড়ুন: শেরপুরে জোর করে জমি দখলের অভিযোগ

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, এ এন জেড টেক্সটাইল মিলস নামে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য গত দুই বছর আগে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের কদমতলী এলাকায ১৪০ শতাংশ জমি ক্রয় করেন। দুই মাস পূর্বে ওই জমিতে কারখানার নির্মাণ কাজ শুরু করেন তিনি। গত কয়েকদিন আগে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে তার কাছে ত্রিশ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ বন্ধ করে দেয়।  


বুধবার সকালে স্থানীয় বিএনপি নেতা পরিচয়ধারী আশরাফ ভূঁইয়া ও মোতালেব মেম্বারের নেতৃত্বে শতাধিক সশস্ত্র লোকজন এসে হামলা ও ভাঙচুর করে। এসময় শ্রমিক-কর্মচারীদের আটকে রেখে ৩৪ টন রড, ৭০০ বস্তা সিমেন্ট ও ৩০ টন আইভীম সহ কোটি টাকার মালামাল লুট করে তারা।


পরে হামলাকারীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: জোর করে প্রিপেইড মিটার স্থাপন, প্রতিবাদ করায় মামলার হুমকি

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনোয়ার হোসেন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে না পারায় সন্ত্রাসীরা মোবাইল ফোনে নানাভাবে হুমকি দিচ্ছে বলে  সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও ন্যায়বিচার দাবী করেন ক্ষতিগ্রস্থস্ত ব্যবসায়ী আনোয়ার হোসেন।

]]>
সম্পূর্ণ পড়ুন