নারায়ণগঞ্জে ঘরের চালে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

৫ দিন আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘরের চালে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লায়লা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

লায়লা ওই এলাকার মৃত রব মিয়ার মেয়ে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে লায়লা ঘরের চালের ওপর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ অবস্থা দেখে প্রতিবেশী লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: বিদ্যুতের শর্ট সার্কিটে বাঁশবাগানে আগুন, নেভাতে গিয়ে প্রাণ গেল যুবকের


খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।


এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ে হবে।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন