নারায়ণগঞ্জে গ্যাসের পাঁচ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

২ দিন আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুটি ডাইং কারখানাসহ গ্যাসের পাঁচ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে দুটি কারখানাকে জরিমানা করা হয়েছে দুই লাখ টাকা।

এর মধ্যে একটি ডাইং কারখানার বাড়ির মালিকের বিরুদ্ধে সাংবাদিক পরিচয় দিয়ে অবৈধভাবে গ্যাসের সংযোগ নেয়ার অভিযোগও পাওয়া গেছে।


বুধবার (১৪ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার দেওভোগ নাগবাড়ি ও শাসনগাঁও এলাকায় তিনটি স্থানে এই অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান।
এসময় দেওভোগ নাগবাড়ি এলাকায় আয়মান হোসিয়ারী অ্যান্ড কালার ও শাসনগাঁও এলাকায় এম আর ইয়ার্ন ডাইং নামে দুইটি ডাইং কারখানার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ, রাইজার ও বার্নার। একই সঙ্গে দুটি কারখানার মালিকপক্ষকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


এছাড়া চাঁদনী হাউজিং এলাকায় শতাধিক বাসা বাড়ির পাঁচ শতাধিক অবৈধ গ্যাসের সংযোগও বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। পরে অবৈধ সংযোগস্থলগুলো স্থায়ীভাবে সিলগালা করা হয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাসের পাঁচ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো. ইমরান, ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মশিউর রহমানসহ অন্য প্রকৌশলী ও কর্মকর্তারা।


তিতাসের ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মশিউর রহমান জানান, দেওভোগ নাগবাড়ি আবাসিক এলাকায় আব্দুস সামাদ সড়কের ‘আয়মান হোসিয়ারী এন্ড কালার’ নামে একটি ডাইং কারখানায় অভিযান চালালে বাড়ির মালিক সম্রাট শেখ নিজেকে বিডি অনলাইন টুয়েন্টি ফোর ডট কম নামে একটি অনলাইন পোর্টালের সাংবাদিক পরিচয় দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে উচ্চবাচ্য করেন। পরে তার বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ নেয়ার প্রমাণ পাওয়া গেলে তিনি নমনীয় হয়ে নিজের দোষ স্বীকার করেন। তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট শেখকে এক লাখ টাকা জরিমানা ধার্য করলে তিনি জরিমানা দেন।

]]>
সম্পূর্ণ পড়ুন