নারায়ণগঞ্জে অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

১ সপ্তাহে আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। তিনি সিএনজিতে ছিলেন বলে জানা গেছে। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন উভয় যানের চালকসহ চারজন।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজার ওপর এ দুর্ঘটনা ঘটে। 

 

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে মহাসড়কের ঢাকাগামী লেনে টোলপ্লাজার ওপর একটি অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে যাওয়ার সময় উল্টো পথ দিয়ে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী যাত্রী নিহত হন। 

 

এছাড়া সিএনজি ও অ্যাম্বুলেন্স চালকসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতরা আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

 

আরও পড়ুন: নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত উপসহকারী প্রকৌশলী

 

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত নারীর মরদেহ উদ্ধার করি। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদেরও কারও নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেছেন। 

 

এদিকে, দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স ও সিএনজি আটক রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন