নারায়ণগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

১ সপ্তাহে আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি চুন কারখানাসহ অর্ধশতাধিক আবাসিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ শিশিরের নেতৃত্বে বুধবার (৯ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার তালতলা এলাকার দুইটি স্থানে এ অভিযান পরিচালিত হয়। এসময় একটি চুন কারখানার অবৈধ গ্যাসের বিচ্ছিন্নসহ এর ভাট্টি গুঁড়িয়ে দেয়া হয়। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক পাইপ ও বার্নার।

 

পরে একই এলাকায় অর্ধ শতাধিক আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। সেখানে একটি বাড়িতে বৈধ সংযোগের আড়ালে অবৈধভাবে অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে সংযোগগুলো বিচ্ছিন্নসহ বাড়ির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেখান থেকেও জব্দ করা হয় বিপুল সংখ্যক অবৈধ পাইপ ও রাইজার।

আরও পড়ুন: অবৈধভাবে মাসে ৫০ লক্ষাধিক টাকার গ্যাস ব্যবহার, গুঁড়িয়ে দেয়া হলো কারখানা
 
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো. ইমরান, ফতুল্লা কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান প্রমুখ।


অভিযান শেষে তিতাসের ফতুল্লা কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান বলেন, ‘আমরা ইতিপূর্বে তিন বার চুন কারখানাটির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছিলাম। কিন্তু তারা স্থানীয় দালাল চক্রের মাধ্যমে রাতের আঁধারে পুনরায় সংযোগ স্থাপন করে। বিষয়টি জানতে পেরে আমরা আজকে চতুর্থবারের মতো চুন কারখানার অবৈধ গ্যাসের সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়েছি। এর ভাট্টিও গুঁড়িয়ে দিয়েছি। তবে মালিকপক্ষের কোন লোকজনকে না পাওয়ায় কাউকে জরিমানা করা বা আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয় নি।’

আরও পড়ুন: নারায়ণগঞ্জে শিল্প কারখানাসহ ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তিনি আরও বলেন, ‘আমরা কিছু আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছি। বৈধ সংযোগের আড়ালে অবৈধভাবে অতিরিক্ত চূলা ব্যবহারের অভিযোগে এক বাড়ির মালিকের কাছ থেকে বিশ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে। অবৈধ সংযোগ বন্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন