রোববার (২৮ ডিসেম্বর) রাত নয়টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক আহমেদুর রহমান তনু বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্তের পেছনে দেশের প্রতি দায়বদ্ধতা, গণতন্ত্রের প্রতি বিশ্বাস এবং জনগণের কল্যাণে কাজ করার আন্তরিক ইচ্ছা কাজ করেছিল। তবে বর্তমান পারিপার্শ্বিক রাজনৈতিক বাস্তবতা প্রেক্ষাপট ও ব্যক্তিগত বিবেচনায় আমি এনসিপির হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। এটি সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্ত, যার পেছনে কোনো ব্যক্তি, গোষ্ঠীর, বা দলের প্রতি বিরূপ মনোভাব নেই।’
আরও পড়ুন: জামায়াত নেতৃত্বাধীন জোটে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নাহিদ ইসলাম
তনু আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে কাজ করার সুযোগ সবসময় থেকেই যায়। ভবিষ্যতেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে আমি আমার অবস্থান থেকে কাজ করে যাবো রাজনৈতিকভাবে।’
নারায়ণগঞ্জবাসিকে উদ্দেশ্য করে এনসিপির নেতা আহমেদুর রহমান তনু বলেন, ‘আপনারা আমাকে গত দেড় বছর যেভাবে পাশে পেয়েছেন, আপনাদের জন্য কাজ করতে দেখেছেন। আগামীতেও আপনাদের এই সন্তানকে এভাবেই আপনাদের পাশে পাবেন। বর্তমান রাজনৈতিক পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় আমি নির্বাচন থেকে সরে যাচ্ছি, কিন্তু বর্তমান দল থেকে নয়। আগামী আমাদের হবে। ইনশাল্লাহ।’

২ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·