ভালো নির্বাচনের জন্য সবাইকে সতর্ক থাকতে বললেন দুদু

৬ ঘন্টা আগে
জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে সতর্ক ও সাবধান থাকতে বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ভালো নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে হবে। কিন্তু সেটিরও লক্ষণ আমরা দেখতে পারছি না। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী সবাই মাঠে থাকা অবস্থায় এই ঢাকা শহর নয়, আমার চুয়াডাঙ্গাতেও জীবননগরে একটি ছেলেকে কী নির্দয়-নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা তো কোনো সন্ত্রাসীরা করেনি। কিন্তু যারা হত্যা করেছে তাদের এ হত্যা ঠেকানোর কথা ছিল। সে জন্য বন্ধুরা আমাদের যেমন সতর্ক হতে হবে, যারা আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং স্বাভাবিক করার জন্য আছেন তাদেরও সতর্ক এবং সাবধান হতে হবে।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।

 

নির্বাচনে যাতে ব্যাঘাত ঘটে সেজন্য পার্শ্ববর্তী একটি দেশ বসে আছে অভিযোগ করে দুদু বলেন, নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে গণতন্ত্রের উত্তরণে ব্যাঘাত ঘটবে, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে। যেমন পার্শ্ববর্তী একটা দেশ তো বসেই আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে না পারি। সেজন্য আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।

 

বাংলাদেশের কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ বড় কষ্টে আছে জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জিনিসপথের দাম শুধুই বেড়েছে, কমেনি। আগামী সরকার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই।

 

দুদু বলেন, দেশে বর্তমানে ৪০ থেকে ৫০ লাখ শিক্ষিত-অশিক্ষিত বেকার। তারা এখন বড় কষ্টে। তাদের কাজের ব্যবস্থার উদ্যোগ নিতে হবে। সে জন্য ভেবে চিনতে ভোট দিতে হবে।

 

‘আমরা এমন সরকার চাই, যে সরকার অতীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আমূল পরিবর্তন করে ফেলেছিল সে রকম সরকার। নারী শিক্ষার ক্ষেত্রে বেগম খালেদা জিয়া অভাবণীয় ঘটনা ঘটিয়ে ছিলেন, সে রকম একটি সরকার চাই। আমরা প্রত্যাশা করি রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার আসবে যে সরকারের প্রতিশ্রুতি বাংলাদেশকে গণতান্ত্রিক বসবাসযোগ্য এবং এই দেশকে রক্ষা করার জন্য। আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং যেকোনো মূল্যে একটি শান্তিপূর্ণ অবস্থা রক্ষা করে গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাই’, বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু।

]]>
সম্পূর্ণ পড়ুন