ঘটনার পর থেকে পলাতক থাকা রবি দাসকে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ভালুকা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা এলাকায় গত সোমবার রাতে শ্যামাপূজার অনুষ্ঠান চলছিল। এ সময় এলাকার রবি দাস (৩২) নামের এক যুবক শিশুটিকে খেলনা কিনে দেওয়ার কথা বলে বাড়ির পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে দাদিকে ঘটনাটি জানায়। দাদি ফুলবলি (৫৬) অভিযুক্তকে ধরতে গেলে রবি দাস দা দিয়ে তার মাথায় কোপ দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দাদি ও শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: কলেজছাত্র মিঠু হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফুলবলিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে আইসিইউ সংকটের কারণে ফের ময়মনসিংহে আনার পথে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। বুধবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি বলেন, ‘শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে ধরতে গেলে নারীকে কোপ দেয়। এতে তার মৃত্যু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
]]>
৪ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·