বুধবার (১১ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহিদা বেগমের মেয়ে শারমিন আক্তার জানান, দাসিরদিয়া গ্রামের ছায়েদ আলীর ছেলে আমান ও সেন্দী গ্রামের রওশন আরার মেয়ে মীমের মধ্যে ফেসবুকে পরিচয় হয়। পরে মীম তুচ্ছ ঘটনা নিয়ে আমানের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার গভীর রাতে মীমের গ্রামের সন্ত্রাসী দেলোয়ারসহ আরও কয়েকজনকে নিয়ে তাদের বাড়িতে গিয়ে মীমকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমান ও তার সহযোগীরা।
আরও পড়ুন: প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা, আত্মগোপনে থাকা যুবক আটক
এ সময় বাঁধা দিলে আমান ও তার সহযোগীরা মীমের নানা, নানি ও মাকে মারধর এবং পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে শাহিদা বেগমের মৃত্যু হয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার বিষয়ে তদন্তসহ জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’