নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

৪ সপ্তাহ আগে
নাটোরের গুরুদাসপুরে উপজেলার কাঁচিকাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলের কোনো একসময় বনপাড়া-হাটিকুমরুল টোল সড়কে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।


নিহতরা হলেন- পাবনা জেলার চাটমহর উপজেলার কেশবপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোতালেব হোসেন(৪৫)। একই এলাকার মৃত জয়েন প্রাং এর ছেলে শাহআলম(৪৭)।


বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন জানান, নাটোর ও সিরাজগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা কাঁচিকাটা ১০ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলসহ দুটি মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। হাইওয়ে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে তাদের থানায় নেয়।


আরও পড়ুন: কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৭


ইসমাঈল হোসেন বলেন, মঙ্গলবার বিকেলের কোনো একসময় অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতদের পরিচয় শনাক্ত করার পাশাপাশি অজ্ঞাত যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন