নাটোরে সালিশে জরিমানার টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবর্ষণ

৩ সপ্তাহ আগে
নাটোরে সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর ও দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী জানান, সম্প্রতি সদর উপজেলার তালতলা হাফরাস্তা এলাকা থেকে আলমগীর নামে এক ব্যক্তির একটি ব্যাটারি চুরি হয়। এ চুরির ঘটনায় অভিযুক্ত হাবিব নামে স্থানীয় এক যুবককে শনিবার দুপুরে সালিশের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 


সন্ধ্যা সাড়ে ৭টায় আলমগীর টাকা নিতে গেলে পুনরায় বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষে পাওনাদার আলমগীর ও তার অপর দুই সহযোগী আহত হন। ভাঙচুর করা হয় তাদের তিনটি মোটরসাইকেল। এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলির শব্দ শোনা যায় বলে জানান স্থানীয়রা।


আরও পড়ুন: ক্যালেন্ডার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫


এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ আসেনি। গুলির আলামত পাওয়া যায়নি বলেও জানান ওসি।

]]>
সম্পূর্ণ পড়ুন