নাটোরে সাংবাদিক পরিবারের সদস্যদের মারধর, আটক ২

৩ সপ্তাহ আগে
নাটোরের বাগাতিপাড়ায় সাংবাদিক পরিবারের সদস্যদের মারধর ও বাড়ির আসবাবপত্রসহ ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (১২ এপ্রিল) বিকেলে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন: ওই গ্রামের কাজিম আলী এবং আলিফ হোসেন উৎস।


এলাকাবাসী জানান, দৈনিক খোলাকাগজের সাংবাদিক নিশাতুর রহমানের সঙ্গে প্রতিবেশীদের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এই জেরে বাগাতিপাড়া উপজেলার ভিতরভাগ গ্রামে নিশানের বাড়িতে শনিবার বিকেলে প্রতিবেশী আল আমিন স্থানীয় কয়েকজনকে নিয়ে বাড়িতে ঢুকে তার মা সামিদা বেগম ও বাবা মিজানুর রহমানসহ পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করে বাড়ির আসবাবপত্রসহ ক্যামেরা ভাঙচুর করে।


আরও পড়ুন: ‘১৭ বছর পর কাজ পাইছি, তুই কেন সাইটে যাবি’, সাংবাদিককে হুমকি যুবদল নেতার

 

খবর পেয়ে লালপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে দুজনকে আটক করে। পরে তাদের বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করেন সেনা সদস্যরা। এ ঘটনায় আল আমিনসহ কয়েকজনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন সাংবাদিক নিশাতুর রহমান।


বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।

]]>
সম্পূর্ণ পড়ুন