নিহতরা হলেন, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে মারকইল সাহাপুকুর মহল্লার নওসেদ আলীর দুই ছেলে মিলন (৬০) ও আলম (৫৫)। তারা জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের সমর্থক ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের ছোট ভাই ইয়াসিন আলী ও নাচোল থানা পুলিশ।
আরও পড়ুন: জামায়াতে যোগ দিলেন বিএনপির ৪ শতাধিক নেতাকর্মী
জানা যায়, গত কয়েকদিন ধরেই বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় গত ৪ দিন আগে আমিনুল ইসলামের সমর্থক তরিকুল, কামরুল ও শফিকুলকে মারধর করেন তুহিনপন্থীরা। এর জের ধরে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পাল্টা হামলা চালায় আমিনুল ইসলামের অনুসারীরা। এসময় তাদের বাড়ি বাড়ি গিয়ে মারধর ও কুপিয়ে জখম করা হয়।
এ ঘটনায় বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন গ্রুপের অন্তত ১৪ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গুরুতর আহত ৮ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় মিলন ও আলম মারা যান।
আরও পড়ুন: মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে বিএনপিও
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ভাই মারা গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
]]>
১ সপ্তাহে আগে
৩







Bengali (BD) ·
English (US) ·