নাইজেরিয়ায় শিশুদের হৃদযন্ত্রের ছিদ্র সারাতে মেডিকেল মিশন পরিচালনা করলেন বাংলাদেশি চিকিৎসকরা

৩ সপ্তাহ আগে
শিশুদের হৃদযন্ত্রের ছিদ্র সারানোর জন্য নাইজেরিয়ায় বাংলাদেশ থেকে ১১ দিনের একটি মেডিকেল মিশন পরিচালিত হয়েছে। অক্টোবরের ১৫ থেকে ২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত এই মিশনে নাইজেরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত ১১টি শিশুর কার্ডিয়াক ক্যাথ সম্পন্ন করা হয় এবং ৫৯টি শিশুর স্বাস্থ্য পরীক্ষা এবং মূল্যায়ন করা হয়।

নাইজেরিয়ার আনামবরা রাজ্যের ওরাইফিতে অঞ্চলের একটি হাসপাতালে এটি ছিল বাংলাদেশের ডাক্তারদের সফল এবং প্রশংসিত অংশগ্রহণ। এই সাফল্য স্থানীয়ভাবে নাইজেরিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে।


বাংলাদেশে কর্মরত যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান Children’s Cardiac Cath Foundation এই মেডিকেল মিশন পরিচালনা করে।


এই মেডিকেল মিশনে অংশ নেন বাংলাদেশ থেকে Children’s Cardiac Cath Foundation (CCCF) এর চিফ অপারেটিং অফিসার ডা. শামিমুর রহমান এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউশন এর Pediatric Cardiology বিভাগের প্রধান ডা. রেজওয়ানা রিমার নেতৃত্বে একটি টিম যেখানে ছিলেন খালিদ খান, বিশ্বজিৎ চক্রবর্তী, আজগর আলী এবং রবিউল ইসলাম।

 

এই ধরনের উদ্যোগ এবং তাতে নিয়মিত অংশগ্রহণ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করে।


যুক্তরাষ্ট্রের টেক্সাস অঞ্চলে প্রতিষ্ঠিত Children’s Cardiac Cath Foundation (CCCF) ২০২১ সাল থেকে Basic Needs Program নামে কাজ করে চলেছে। সম্প্রতি এই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ৩০০ জনের অধিক শিশুর হৃদযন্ত্রের ছিদ্র সারানোর ক্ষেত্রে তারা আর্থিক অনুদান দেয়ার ব্যবস্থা করেছে। সম্প্রতি এই প্রতিষ্ঠান নেপালে তাদের কাজ সম্প্রসারণ করেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন