নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৪০ জনেরও বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন।
এনইএমএ জানিয়েছে, তাদের সোকোটো অপারেশন অফিস মর্মান্তিক এই দুর্ঘটনার পর উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য একটি টিম মোতায়েন করেছে।
সংস্থাটির মহাপরিচালক জুবাইদা উমর বলেন, গোরোনিও মার্কেটে ৫০ জনেরও বেশি যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার খবর পাওয়ার পর পরই উদ্ধারকারী টিম মোতায়েন করা হয়।
আরও পড়ুন: নেত্রকোনায় নৌকাডুবিতে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার
সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ৪০ জনের বেশি যাত্রী।
নাইজেরিয়ার দ্য পাঞ্চ পত্রিকা এক স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, সম্ভবত অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ শরণার্থীর মরদেহ উদ্ধার
নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সেখানে বর্ষাকালে যখন নদী এবং হ্রদের পানি উপচে পড়ে সে সময়ই বেশি দুর্ঘটনা ঘটে।
]]>