এ ঘটনায় তার বড় ভাই ফয়জুল ইসলাম মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে সোনাগাজী মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেছেন।
পারিবারিক সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় এক পাওনাদারকে দেয়ার জন্য নগদ ২ লাখ টাকা সঙ্গে নিয়ে তুষার বাড়ি থেকে বের হন। পাওনাদারকে টাকা বুঝিয়ে দিয়ে তিনি ফেনী শহরের মহিপালে শ্বশুরের ভাড়া বাসায় রাতযাপন করার কথা ছিল; কিন্তু তিনি শ্বশুরালয়েও যাননি এবং পাওনাদারকেও টাকা দেননি।
আরও পড়ুন: সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হয়ে নিখোঁজ, বিকাশকর্মীর লাশ মিলল নদীতে
রাত ১০টা পর্যন্ত তার মোবাইল ট্র্যাকিংয়ের সর্বশেষ কল লিস্টে দেখা যায় তিনি মহিপাল এলাকার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ছিলেন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজনসহ বন্ধুদের বাড়িতেও তার সন্ধান না পেয়ে সোনাগাজী থানায় নিখোঁজ ডায়েরি করেন বড় ভাই।
সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবিএস মারুফ ঘটনার তথ্য নিশ্চিত করে তুষারের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তুষারের সন্ধানে পুলিশের কার্যক্রম অব্যাহত আছে।’