না ফেরার দেশে অভিনেতা সতীশ শাহ

৩ সপ্তাহ আগে
‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলিডের আরেক জনপ্রিয় কমেডি অভিনেতা জনি লিভার। সতীশ শাহর সাথে দীর্ঘ ৪০ বছরের বন্ধুত্ব তার।

 

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন সতীশ।

 

কিছুদিন আগে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বাড়িতেই ছিলেন। তবে হঠাৎই আজ শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি করে ভারতের হিন্দুজা হাসপাতালে নেয়া হয় তাকে।

 

চিকিৎসকরা বলছেন, শেষ মুহূর্তে তাদের কাছে আনা হয়েছে অভিনেতাকে। কয়েক ঘণ্টা আগেই কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে সতীশের।

 

আরও পড়ুন: যে কারণে প্রিয়াঙ্কাকে ‘পোষা ইঁদুর’ বলেছিলেন শাহরুখ খান!

 

হিন্দি সিরিয়ালের পাশাপাশি সিনেমায় কাজ করেও প্রশংসা কুড়িয়েছেন সতীশ শাহ। তার উল্লেখযোগ্য সিরিয়াল হলো ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’, ‘বিভি তো বিভি সালা রে সালা’, ‘দেখ ভাই দেখ’,‘ফিল্মি চক্কর’ইত্যাদি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ম্যায় হু না’, ‘কাল হো না হো ’, ‘ফানাহ’, ‘ওম শান্তি ওম’ ইত্যাদি।

 

আরও পড়ুন: পাঞ্জাবি গায়ককে গুলি, নেপথ্যে কারা?

 

]]>
সম্পূর্ণ পড়ুন